• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইয়ে আগামীকাল (বুধবার) ভোর ৬ টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। জুড়ীতে বিজিবির বিশেষ অভিযানে ৮৭১পিস ইয়াবা উদ্ধার, ০১টি সিএনজিসহ ০২ জন আটক মৌলভীবাজারের বড়লেখায় গলায় ফাঁস লাগানো এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সিলেটের পাঁচ ভাই ও পানসী রেস্টুরেন্টকে জরিমানা মামলা থেকে আ.লীগ নেত্রীর নাম কাটতে তদবির, ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হয়েছে। মাগুরায় আছিয়ার মরদেহ, এলাকায় শোকের মাতম মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের হাকালুকি হাওড়পাড়ের ভোলারকান্দি গ্রামে স্থাপিত অবৈধ ইটভাটা ‘নজরুল ব্রিক্স’ গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

কেন্দ্রের নির্দেশে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name / ৩৬৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তির লক্ষ্যে ১০ দিনে পাঁচলাখ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

এ ছাড়া, পরিবেশ দিবস-২০২৪ কে সামনে রেখে এককোটি গাছ লাগিয়ে গিনেস বুকস অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির পরিকল্পনা করছে সংগঠনটি।

শনিবার (২০ এপ্রিল) রাতে সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সংগঠনটির শীর্ষ এই দুই নেতা জানান, আগামী এপ্রিল মাসের ২১ থেকে তারিখের মধ্যে এই কর্মসূচি শেষ করা হবে।

কৃষি বিশেষজ্ঞ ও সরকারের কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা নিয়ে উপযুক্ত স্থানে নিয়মমাফিক বৃক্ষরোপণ করার জন্য সংগঠনটির নেতাকর্মীদের আহ্বান জানান তারা।

তারি ধারাবাহিকতায়, চলমান তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে এবং ক্যাম্পাসকে সুরক্ষা রাখতে কেন্দ্রীয় সংসদের নির্দেশে এক হাজারের বেশি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে ময়মনসিংহ মহানগর শাখা ছাত্রলীগ।

এ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২২ এপ্রিল) ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ আহবায়ক নওশেল আহমেদ অনি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাফসির আলম রাহাত এর নেতৃত্বে ময়মনসিংহ ইন্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে ১০০টি গাছের চারা রোপণ করা হয়। এ কর্মসূচি আরও ১০ দিন চলবে। রোপণকৃত গাছের মধ্যে রয়েছে: আম, কাঠাঁল, পেয়ারা সহ বিভিন্ন কাঠ জাতীয় গাছ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আহবায়ক শাহিন আলম, ফুয়াদ, সদস্য তাসিনুল ইসলাম তাসিন, রেদোয়ান, আলিফ কবির প্রান্ত, ময়মনসিংহ পলিটেকনিক ছাত্র নেতা মোঃ সাইদুল আল ইউসুফ, স্বাধিন, আশিক, ইন্জিনিয়ারিং কলেজ, টিটি কলেজ ও ৩৩ টি ওয়ার্ড এর নেতৃবৃন্দ।

একই সাথে বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ মহানগর শাখার প্রত্যেক নেতাকর্মী ও অন্যান্য সাংগঠনিক ইউনিটকে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা প্রদান করা হয়েছে।


More News Of This Category

bdit.com.bd