• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হয়েছে। মাগুরায় আছিয়ার মরদেহ, এলাকায় শোকের মাতম মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের হাকালুকি হাওড়পাড়ের ভোলারকান্দি গ্রামে স্থাপিত অবৈধ ইটভাটা ‘নজরুল ব্রিক্স’ গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রাজধানীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট সিলেটে দিনদুপুরে এক নারীকে রাবার বাগানের টিলায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে বড়লেখা ক্রিকেট এসোসিয়েশনের নবগঠিত কমিটির আত্মপ্রকাশ, জুড়ীতে মালায়ে আলা জামে মসজিদ ও বায়তুল মামুর ও সিদরাতুল মুনতাহা ইন্টারন্যাশনাল আল-আরাবিয়া মাদ্রাসার বহুতল ভবন নির্মান করার লক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।   শিশু যৌন নিপীড়নের ঘটনা ধাপাচাপা দিতে সাংবাদিককে চাপ দিচ্ছেন আইনজীবী

জাগ্রত আছিম গ্রন্থাগার এর ২০২৪-২৫ সেশনের জন্য ৪২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন

Reporter Name / ৪৪৮ Time View
Update : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: জাগ্রত আছিম গ্রন্থাগার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবিএম জাকির হাসান কাউসার’কে সভাপতি এবং গ্রন্থাগার পরিচালনা কমিটির সাবেক প্রচার সম্পাদক ইমাম মেহেদী হাসান’কে সাধারণ সম্পাদক করে গ্রন্থাগারের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

গতকাল জাগ্রত আছিম গ্রন্থাগারের পরিচালক জিল্লুর রহমান রিয়াদ, প্রতিষ্ঠাতা সদস্য জি.এম. মারুফ আল সোয়াদ এবং পরিচালনা কমিটির সভাপতি তৌকির আহমেদ তুষার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২৪-২৫ সেশনের জন্য ৪২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।

নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি এবিএম জাকির হাসান কাউসার বলেন, “জাগ্রত আছিম গ্রন্থাগার কেবল একটি প্রতিষ্ঠান নয়- এটি আমাদের আবেগ, অনুভূতি এবং জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র। গ্রন্থাগারের সভাপতি হিসেবে বই পাঠ আন্দোলনকে আরও বেগবান করার মাধ্যমে মানুষের জ্ঞান ও বুদ্ধিকে শানিত করে জাগ্রত আছিম গ্রন্থাগারকে পাঠকবান্ধব এবং অধিকতর উন্নত ও সক্ষম একটি গ্রন্থাগারে রূপান্তর করব, ইনশাআল্লাহ্।”

সাধারণ সম্পাদক ইমাম মেহেদী হাসান নতুন দায়িত্ব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেছেন, “গ্রন্থাগারের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ায় আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি আমার কাছে অনেক বড় একটা দায়িত্ব। আমি এবং সভাপতি সাহেব সকল দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিদের সাথে নিয়ে জাগ্রত আছিম গ্রন্থাগারকে সামনে এগিয়ে নিয়ে যাব, ইনশাআল্লাহ।”

জাগ্রত আছিম গ্রন্থাগারের পরিচালক জিল্লুর রহমান রিয়াদ বলেন, “নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে আমরা প্রতিবছরই গ্রন্থাগারের নতুন পরিচালনা কমিটি গঠন করে থাকি। এরই ধারাবাহিকতায় এবছর এবিএম জাকির হাসান কাউসার ও ইমাম মেহেদী হাসানের নেতৃত্বে ৪২ সদস্যের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত সকলের জন্য নিরন্তর শুভকামনা জানাচ্ছি।”


More News Of This Category
bdit.com.bd