• বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বড়লেখায় ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ গেল ১ চা শ্রমিকের বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইয়ে আগামীকাল (বুধবার) ভোর ৬ টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। জুড়ীতে বিজিবির বিশেষ অভিযানে ৮৭১পিস ইয়াবা উদ্ধার, ০১টি সিএনজিসহ ০২ জন আটক মৌলভীবাজারের বড়লেখায় গলায় ফাঁস লাগানো এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সিলেটের পাঁচ ভাই ও পানসী রেস্টুরেন্টকে জরিমানা মামলা থেকে আ.লীগ নেত্রীর নাম কাটতে তদবির, ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হয়েছে। মাগুরায় আছিয়ার মরদেহ, এলাকায় শোকের মাতম মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে

তিন মাস গা ঢাকা দিয়েছিলেন যুবলীগ নেতা, প্রকাশ্যে আসতেই কুপিয়ে জখম

Reporter Name / ২০০ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

গণশক্তি ডেস্কঃ সিরাজগঞ্জ

তিন মাসেরও বেশি সময় আত্মগোপনে থাকার পর এলাকায় আসতেই দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন দুলাল সরকার (৪৬)। তিনি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।

বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

দুলাল সরকার যমুনার চরাঞ্চল নাটুয়ারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও একই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তিনি দক্ষিণ নাটুয়ারপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে।

আহত দুলাল সরকারের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দুলাল সরকার বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান। গত রোববার (১০ নভেম্বর) সন্ধ্যার পর তিনি নাটুয়ারপাড়া নৌকাঘাটে পৌঁছান। এ সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট এবং কুপিয়ে জখম করে। মারপিটের একপর্যায়ে তাকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে চলে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তার স্বজনরা গিয়ে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বুধবার (১৩ নভেম্বর) আহত দুলালের মেয়ের জামাই লিখন বাবু জানান, তার শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক। এখনো তিনি অচেনত অবস্থায় রয়েছেন। চিকিৎসকরা বলেছেন মাথায় আঘাতের কারণে রক্ত জমাট বেঁধে আছে। হাত, পা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কাজিপুর থানার ওসি মো. নুরে আলম বলেন, দুলালকে মারধরের কথা শুনেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category

bdit.com.bd