• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হয়েছে। মাগুরায় আছিয়ার মরদেহ, এলাকায় শোকের মাতম মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের হাকালুকি হাওড়পাড়ের ভোলারকান্দি গ্রামে স্থাপিত অবৈধ ইটভাটা ‘নজরুল ব্রিক্স’ গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রাজধানীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট সিলেটে দিনদুপুরে এক নারীকে রাবার বাগানের টিলায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে বড়লেখা ক্রিকেট এসোসিয়েশনের নবগঠিত কমিটির আত্মপ্রকাশ, জুড়ীতে মালায়ে আলা জামে মসজিদ ও বায়তুল মামুর ও সিদরাতুল মুনতাহা ইন্টারন্যাশনাল আল-আরাবিয়া মাদ্রাসার বহুতল ভবন নির্মান করার লক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।   শিশু যৌন নিপীড়নের ঘটনা ধাপাচাপা দিতে সাংবাদিককে চাপ দিচ্ছেন আইনজীবী

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে ছাত্রদল কর্মীকে হত্যা

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় তর্কের জের ধরে অপূর্ব (২৫) নামে এক ছাত্রদলের কর্মীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

রবিবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টায় চাষাঢ়া বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সম্রাট (২৫) নামের একজনকে আটক করে পুলিশে দেয় বিক্ষুব্ধ জনতা।

নিহত ছাত্রদল কর্মী অপূর্ব শহরের মাসদাইর এলাকার খোকনের ছেলে।

সেই সঙ্গে আটক মো. সম্রাট শহরের গলাচিপা এলাকার মো. হোসেনের ছেলে।

আটক সম্রাট বলেন, আমি কাজ শেষ করে বাসায় যাওয়ার সময় তারা কয়েকজন আমাকে আটকিয়ে মারধর করে। আমি কিছুই জানি না। একপর্যায়ে আমাকে মেরে নিচে ফেলে দেয়।

এরপর কিভাবে কি হয়, আমি কিছু জানি না।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব বলেন, রাত সাড়ে ৯টায় শহরের মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাঁহ হতে ধর্ষণবিরোধী মশাল মিছিল বের করি। আমাদের মিছিল শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। নেতাকর্মীরা যখন বাসায় যাচ্ছিল তখন বালুরমাঠ এলাকাতে অপূর্বকে ছুরিকাঘাত করা হয়।

তিনি আরো বলেন, অপূর্ব আমাদের ছাত্রদল কর্মী ছিল। ওই সময়ে তাকে ছুরি মারা এক যুবককে আটক করে আশেপাশের লোকজন। সবাই তখন তাকে উত্তম মধ্যম দিচ্ছিল। আমরা আইন নিজের হাতে না তুলে ছাড়ানোর চেষ্টা করি। পরে আহত অপূর্বকে খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, নিহত ব্যক্তি ছাত্রদলের কেউ না। সে এক রেস্তোরাঁয় কাজ করত। মূলত তার সঙ্গে এক গার্মেন্টকর্মীর কথা কাটাকাটির একপর্যায়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আটক রয়েছে।


More News Of This Category
bdit.com.bd