বড়লেখায় ভেজাল পণ্য বিক্রির দায়ে ‘পিউরিয়া ফুড প্রোডাক্টস’কে ৩০ হাজার টাকা জরিমানা, তাৎক্ষণিক আদায়
০৭ ডিসেম্বর রবিবার দুপুরে বড়লেখা পৌরশহরে অভিযান চালিয়ে ভেজাল মিশ্রিত পণ্য বিক্রয় ও চরম দায়িত্বহীনতার অভিযোগে পিউরিয়া ফুড প্রোডাক্ট লিমিটেডকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া। তাৎক্ষণিক এই অর্থদণ্ড আদায় করা হয়।
জানা যায়, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সেবা প্রদানে অবহেলা, দায়িত্বহীনতা বা অসতর্কতা এবং ভেজাল মিশ্রিত পণ্য বিক্রয়ের শামিল হিসেবে গণ্য করায় এই জরিমানা আরোপ করা হয়। এটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া বলেন,
জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং বাজারে মানসম্মত পণ্য নিশ্চিত করতে এই ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে