বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের হাকালুকি হাওড়পাড়ের ভোলারকান্দি গ্রামে স্থাপিত অবৈধ ইটভাটা ‘নজরুল ব্রিক্স’ গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত তা অপসারণ করেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ইসিএ-তে অবস্থিত এই ইটভাটাটি অপসারণের জন্য জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর একাধিকবার নোটিশ দিলেও ভাটা মালিক উচ্চ আদালতের মেয়াদোত্তীর্ণ একটি রীট পিটিশনের দোহাই দিয়ে গত বছর পর্যন্ত ইটভাটায় ইট তেরী করেছেন।
ইউএনও (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, মহামান্য হাইকোর্টের রিট পিটিশনের নির্দেশনা মোতাবেক এই ইটভাটাকে অবৈধ ঘোষণা করে তা গুড়িয়ে দেওয়া হয়েছে