মামলা থেকে আ.লীগ নেত্রীর নাম কাটতে তদবির, ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলা থেকে এক আওয়ামী লীগ নেত্রীর নাম বাদ দেওয়ার জন্য পুলিশের নামে ১০ লাখ টাকা চাঁদাদাবির মামলায় অমিত বণিক নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে এ ঘটনার থানায় বাদীকে মারপিট এবং গুলি করার চেষ্টার অভিযোগে সাধারণ ডায়ের (জিডি) করেছে পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) সকালে ব্যবসায়ী অমিত বণিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ও রংপুর মহানগর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ছিলেন।
রংপুর মহানগর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলার (নং-১২, তারিখ ২৩-১১-২০২৪) আসামি আওয়ামী লীগ নেত্রী লিপি ভরসা। অন্যদিকে ব্যবসায়ী অমিত বণিক নিজেকে পুলিশের সাথে সখ্যতা রয়েছে উল্লেখ করে লিপি খান ভরসাকে ওই মামলা থেকে সুরক্ষা ও নাম বাদ দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা থেকে চাঁদা দাবি করেন। এই সংক্রান্ত একটি কল রেকর্ড ভাইরাল হয়। এরই প্রেক্ষিতে অমিত বণিকের নামে লিপি ভরসার ম্যানেজার পলাশ হাসান বাদী হয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ) একটি চাঁদাবাজির মামলা করেন। সেই মামলায় বৃহস্পতিবার বিকেলে অমিত বণিককে গ্রেপ্তার দেখানো হয়।