মৌলভীবাজারের বড়লেখায় গলায় ফাঁস লাগানো এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বাদেপুকুরিয়া গ্রামে ২১ মার্চ শুক্রবার সন্ধায় ঘটনাটি ঘটে।
রহস্যজনক এই মৃত্যুর ঘঠনায় এলাকায় জুড়ে চলছে তুলপাড়।
পরিবার সূত্রে জানা যায়, মাত্র ৮ মাস আগে কাতার প্রবাসি আবুল হাসানের সঙ্গে জাকিয়ার বিবাহ হয়।
শ্বশুরবাড়ির লোকজনের দাবি, জাকিয়া আত্মহত্যা করেছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন, তা তারা নিশ্চিত করতে পারেননি।
খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
থানার এইআই আব্দুর রাজ্জাক জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক আলী উবায়েদ ইমন
WhatsApp +880 1766-915006
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫