শিশু ধর্ষণে জড়িতদের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ ও থানা ঘেরাও করে বিক্ষোভ
শিশু ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিদের বিচার দাবিতে মাগুরা সদরে মহাসড়ক অবরোধ ও থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন ছাত্র–জনতা। এ সময় থানার মূল ফটক ঘেরাও করে অভিযুক্ত ব্যক্তিদের তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি তোলেন। পরে সেনাবাহিনী এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আজ শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।
একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর মাগুরা শহরের চৌরঙ্গীর মোড়ে জড়ো হয়ে শিশু ধর্ষণে জড়িত ব্যক্তিদের বিচার দাবিতে মিছিল বের করেন স্থানীয় লোকজন। তাঁদের মধ্যে অধিকাংশই তরুণ। প্রথমে তাঁরা শহরের ভায়না মোড় দখল করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় ঢাকা–খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা আড়াইটার দিকে ওই রাস্তা দিয়ে পুলিশের একটি প্রিজন ভ্যান আটকে সেখানে ধর্ষণে অভিযুক্ত কেউ আছে কি না, দেখতে চান বিক্ষুব্ধ ব্যক্তিরা। এ সময় সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দেখা যায়।
বেলা তিনটার দিকে ভায়নার মোড় ছেড়ে মিছিল নিয়ে সদর থানার সামনে যান বিক্ষোভকারীরা। সেখানে থানার মূল ফটক ঘেরাও করে ধর্ষণে অভিযুক্তদের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। এ সময় পুলিশ বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলেও বিক্ষোভকারীরা আধা ঘণ্টার বেশি সময় মূল ফটক আটকে রাখেন। তাঁদের মধ্যে কেউ কেউ আসামিকে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবিও জানান। পরে সেনাবাহিনী এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।